Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সাতবাড়ীয়া

পাবনা জেলার অধীনে সুজানগর থানায় অবস্থিত সাতবাড়ীয়া ইউনিয়ন একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ইউনিয়ন। ইহার আয়তন ২৫.৯০ বগ মাইল। সাতবাড়ীয়া ইউনিয়নের উত্তরে মানিকহাট ইউনিয়ন, পশ্চিমে ভায়না ইউনিয়ন, দক্ষিনে বিখ্যাত পদ্মা নদী এবং পূবে মানিকহাট ইউনিয়ন। প্রায়৫০ (পঞ্চাশ) বছর পূবে অত্র ইউনিয়নটি নদী বন্দর হিসাবে বিখ্যাত ছিল। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত, হিন্দু জমিদার অধ্যাসিত এলাকা হিসেবে প্রাচীন কাল থেকেই অত্র ইউনিয়নটিবিভিন্নঐতিহ্য বহন করে আসছে। পানি উন্নয়ন বোডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ইউনিয়নটিকে দুই ভাগে ভাগ করে পূব পশ্চিমে চলে গেছে। কৃষি ক্ষেত্রে পেঁয়াজের জন্য অত্র ইউনিয়নটি বাংলাদেশের মধ্যে বিখ্যাত। এছাড়া পদ্মা নদীর চরে বাদাম সহ বিভিন্ন রবি শষ্য উৎপাদিত হয়। অত্র ইউনিয়নের এক ও দুই নং ওয়াডে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প যুগ যুগ ধরে এদেশের মানুষের কাপড়ের চাহিদা মিটিয়ে আসছে।

 

এক নজরে সাতবাড়ীয়া ইউনিয়নঃ

 

আয়তনঃ              ২৫.৯০ বগমাইল

মোট জনসংখ্যাঃ               ২৭১৪৬ জন

মোট ভোটারঃ                 ১৫৩৪৬ জন

গ্রামঃ                   ২০ টি

মৌজাঃ                 ১২ টি

আবাদী জমিঃ                          ২২৮২ হেক্টর

অনাবাদী জমিঃ                ৩৭৯ হেক্টর

শিক্ষার হারঃ                   ৮০%

নদ-নদীঃ              পদ্মা নদী